সাভার (ঢাকা): সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে ফুটপাতে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগে হাতেনাতে নগদ টাকাসহ ১০ চাঁদাবাজকে আটক করেছে র্যাব-৪ এর একটি দল।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় র্যাব -৪ এর পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে, রোববার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে তাদের আটক করে র্যাব।
আটকরা হলেন-কিশোরগঞ্জ জেলার মাসুদ রানা (৪০), ময়মনসিংহের ইকবাল হোসেন রতন (৪২), যশোরের পান্নু হাওলাদার, রংপুরের আলম মোল্লা (৩৭), ফরিদপুরের আব্দুল্লাহ আল হেলাল (২০) ও ঢাকা জেলার মো. বিপ্লব (৩০), জাহাঙ্গীর (৪৮), আনোয়ার শেখ (৪২), শাহাদত হোসেন (৩০) ও সঞ্চয় (৩০)।
র্যাব জানায়, নবীনগর এলাকায় ফুটপাত থেকে চাঁদা আদায়ের গোপন সংবাদে রোববার রাতে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় প্রকাশ্যে চাঁদাবাজিকালে নগদ ৪ হাজার ২০০ টাকাসহ ১০ চাঁদাবাজকে আটক করা হয়। আটকেরা পেশাদার চাঁদাবাজ। দীর্ঘদিন ধরে নবীনগর এলাকার ফুটপাতের বিভিন্ন দোকান হতে ১০০-২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন তারা। কেউ চাঁদার টাকা দিতে না চাইলে তারা তাকে বিভিন্ন ভয়-ভীতিসহ প্রাণনাশের হুমকি দিতেন। এমনকি উক্ত স্থান হতে দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে জোরপূর্বক চাঁদার টাকা আদায় করতেন।
র্যাব-৪ (সিপিসি-২) শাখার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এমন সংঘবদ্ধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এসআইএস