বরিশাল: ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয়, বিআরটিএ প্রস্তাবিত ‘থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১’ চূড়ান্ত করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে রিকশা, ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সড়ক অবরোধ করে দুই ঘণ্টাব্যাপী সমাবেশ শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বিরশাল জেলার আহ্বায়ক ইমরান হাবিব রুমন। বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবত্তী, নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ হাসেম আলী প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে শ্রমিকরা মিছিল নিয়ে বরিশালের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
এর আগে রিকশা, ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সমাবেশে যোগ দিতে বরিশালের বিভিন্ন ওয়ার্ড থেকে শ্রমিকরা মিছিল নিয়ে টাউন হলের সামনে এসে জড়ো হতে থাকেন। এতে সদর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এমএস/এমজেএফ