ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে লরিচাপায় চালকের সহকারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
গাজীপুরে লরিচাপায় চালকের সহকারীর মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন আমতলী এলাকায় লরির চাপায় ইয়ামিন (২২) নামে চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইয়ামিন ভোলা সদর থানার উত্তর দিঘলদী এলাকার বিল্লাল হোসেনের ছেলে। আর লরিচালক রহিম (৩৫) সম্পর্কে নিহত ইয়ামিনের ভগ্নিপতি।

পুলিশ ও এলাকাবাসী জানান, চট্টগ্রাম থেকে গার্মেন্টসের পণ্য নিয়ে লরিটি ঢাকা- বাইপাস সড়ক দিয়ে সাভারে যাচ্ছিলো। একপর্যায়ে কাঞ্চন-ভোগড়া সড়কের পূবাইল আমতলী এলাকায় লরিটি পৌঁছালে যানজট থাকায় লরিটি ধীরগতিতে চলছিল। এ সময় ইয়ামিন লরি থেকে নিচে নামেন। পরে চলন্ত লরিতে উঠার সময় চাকায় পৃষ্ঠ হয়ে ইয়ামিন ঘটনাস্থলে মারা যান।  

পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাংলানিউজকে জানান, ইয়ামিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।