ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোংলায় ২৭৬০ লিটার তেলসহ চোরাকারবারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
মোংলায় ২৭৬০ লিটার তেলসহ চোরাকারবারী আটক

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ২ হাজার ৭৬০ লিটার অবৈধ তেলসহ মো. হাফিজুর মোল্লা (২২) নামের এক চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড।  
সোমবার (২০ ডিসেম্বর) ভোরে মোংলা উপজেলার পশুর নদীর হারবারিয়া এলাকায় অভিযান চালিয়ে তেলসহ তাকে আটক করা হয়।

এ সময় অবৈধ তেল বহনকারী ইঞ্জিন চালিত কাঠের নৌকাটি জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার সদস্যরা।

আটক মো. হাফিজুর মোল্লা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কাশ্মির এলাকার মো. আব্বাস মোল্লার ছেলে।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশুর নদীর হারবারিয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৭৬০ লিটার অবৈধ তেল ও ১ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।