ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুদকের নতুন সচিব মাহবুব হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
দুদকের নতুন সচিব মাহবুব হোসেন

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুব হোসেন।  

সোমবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদোন্নতি ও রদবদল করা হয়।

ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের স্থলাভিষিক্ত হলেন মাহবুব হোসেন।

গত বছরের ১০ ডিসেম্বর খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) স‌চিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এক বছরের মাথায় এই পদে এলো নতুন মুখ।

মাহবুব হোসেন এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক ছিলেন।

অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে সোমবার এ নিয়োগ দেয় সরকার।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এসএমকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।