ঢাকা: আসন্ন চতুর্থ ও পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্বাচন কমিশনের অনুরোধে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি দেশের সব ডিসিকে এই চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘আসন্ন ৪র্থ ও ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটদানে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে জাতিকে একটি অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কার্যকর ভূমিকা পালন ও প্রতিটি উপজেলায় স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রার্থী, সুশীল সমাজের সদস্যদের সাথে মতবিনিময় করে আচরণবিধি প্রতিপালনের জন্য সকলকে উদ্বুদ্ধকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপ এবং পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদগুলোয় ভোটগ্রহণ হবে।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমআইএইচ/এমজেএফ