ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়লার স্তূপে পলিথিনে মোড়ানো মানুষের কাটা পা!

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
ময়লার স্তূপে পলিথিনে মোড়ানো মানুষের কাটা পা!

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পলিথিনে মোড়ানো মানুষের একটি কাটা পা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে খণ্ডিত পা উদ্ধার করেছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জানতে পরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরশিংহপুরের সরকার মার্কেট এলাকার ঢাকাগামী লেনের পাশে ময়লার স্তূপে পড়ে থাকা পা উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে কারখানায় যাওয়ার সময় সাদা পলিথিনে মোড়ানো পা দেখতে পান কয়েকজন শ্রমিক। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে পলিথিন বের করে পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনাস্থলের পাশে থাকা চায়ের দোকানি বলেন, আমরা সকাল ৭টার দিকে পলিথিনে একটা কাটা পা দেখতে পাই। তখন পুলিশকে খবর দেই। পুলিশ আসার পর দেখে পলিথিনের ভেতরে কাটা পা রয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বাংলানিউজকে বলেন, সকালে সড়কের পাশে পলিথিনে মোড়ানো একটি পা দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে জানান স্থানীয়রা। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থল পৌঁছে পলিথিনের ভেতর থেকে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া একটি পা উদ্ধার করা হয়। সেখানে পায়ের হাড়ের কিছু অংশও পাওয়া যায়। আমরা সেগুলো উদ্ধার করে থানায় এনেছি। ডিএনএ টেস্টের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসআই ইকবাল আরও বলেন, প্রাথমিকভাবে খণ্ডিত পাটি একজন পুরুষের বলে মনে হচ্ছে। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। আইনগত বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।