খুলনা: চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনার ব্যক্তিমালিকানাধীন মহসেন জুটমিল শ্রমিকরা।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিরোমণি শিল্প এলাকায় মিল গেটে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচি চলাকালে শ্রমিক নেতারা বলেন, ৮ বছর আগে মিলটি শ্রম আইনের তোয়াক্কা না করে এবং শ্রমিক কর্মচারীদের পাওনাদি পরিশোধ না করেই মিলের সিবিএ নেতাদের সঙ্গে মালিকপক্ষ যোগসাজগে মিলটি বন্ধ করে দেয়। এ পর্যন্ত মিলের ৭৩ জন শ্রমিক অর্থঅভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে, অনেক শ্রমিক পরিবারের মেধাবী সন্তানের লেখাপড়া বন্ধ। , মিল মালিক জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অমান্য করেছে। বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধা শ্রমিকসহ সাধারণ শ্রমিকরা আজ তাদের ন্যায্য পাওনার দাবিতে পথে পথে ঘুরছে।
এ সময় জানানো হয়, ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিল গেটে অবস্থান কর্মসূচি পালন করবেন শ্রমিকরা। এর মধ্যে তাদের সৃষ্ট সমস্যার সমাধান না হলে ৩০ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় মিল গেটের সামনে শ্রমিক সমাবেশের মাধ্যমে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।
মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিনের সভাপতিত্বে ও বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন শ্রমিক মো. শহিদ সরদার, মো. আনোয়ার হোসেন, নুর ইসলাম, মান্নান, মো. ইকবাল, হুমায়ুন, সুলতান শেখ, আইনউদ্দিন, মাহাবুব, আমির মুন্সি, শেখ বাবুল হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমআরএম/এএটি