কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত বীর মুক্তিযোদ্ধা গাজী শহীদুল্লাহর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জানা যায়, গত তিন মাস আগে ইন্টারনেট বিল নিয়ে ঝগড়া হয় বীর মুক্তিযোদ্ধা নাতি মো. নাদিম ও একই থানার মালিভিটা এলাকার শামীম, মমিন ও রিপন গংদের মধ্যে। এর জের ধরে গত শুক্রবার (১৭ ডিসেম্বর) উপজেলার আব্দুল্লাহপুর স্বদেশ হাসপাতালে রক্ত দিতে গেলে নাদিমের ওপর হামলা করেন প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে নাতিকে রক্ষায় মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, তার ছেলে মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হাসপাতালে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। একপর্যায়ে আব্দুল মমিনের পক্ষের তাজ উদ্দিন ও আলতাফ ছুরি দিয়ে বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহর পেটের বাম দিকে ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করেন। এসময় ছিনিয়ে নেওয়া হয় তাদের কাছে থাকা নগদ টাকা। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ছাড়াও তার পক্ষের আরও দুই-তিনজন আহত হন। পরে তাদের চিৎকারে আশপাশের এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে শহীদুল্লাহসহ আহতদের স্বদেশ হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়। ঘটনার দুইদিন পর অর্থাৎ গত সোমবার বিকেলে শহীদুল্লাহর অবস্থার অবনতি হয়। এ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তবে আসামি পক্ষ বলছে তাদের মামলায় জরানো হয়েছে। এছাড়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন গাজী শহীদুল্লাহ।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের মধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এসআই