ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই

রাঙামাটি: খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই।  

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে লংগদু উপজেলার পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা যুবলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হলেও আমাদের মুক্তির সংগ্রাম এখনো অব্যাহত আছে। তাই দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

দীপংকর তালুকদার বলেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আঁতাত করে খন্দকার মোশতাক গংরা বঙ্গবন্ধুকে সরিয়ে দিতে ষড়যন্ত্র করেছিল, ঠিক একইভাবে তাদের দোসররা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্রের জবাব দিতে হলে সংগঠনকে শক্তিশালী করতে হবে।

লংগদু উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জমির উদ্দিন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল বারেক সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য রফিক আহম্মেদ তালুকদার, জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা পরিষদ সদস্য আসমা আক্তার।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।