ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে নাগরিক সংবর্ধনা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে নাগরিক সংবর্ধনা রাষ্ট্রদূত আসুদ আহমদকে সম্মাননা দেওয়া হচ্ছে । ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কৃতি সন্তান এবং মাল্টা, আলবেনিয়া ও গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদকে মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার সার্কিট হাউজে এ সম্মাননা জানানো হয়।

নিজ জন্মস্থানে এসে এরূপ সম্মাননা পেয়ে রাষ্ট্রদূত আবেগাপ্লুত হয়ে পড়েন।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।  

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকারিয়া এবং জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এমএ সালাম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
বিবিবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।