ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাবির কার্জন হল পর্যন্ত মেট্রোরেলের ভায়াডাক্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
ঢাবির কার্জন হল পর্যন্ত মেট্রোরেলের ভায়াডাক্ট

ঢাকা: দেশের প্রথম মেট্রোরেলের (এমআরটি-৬) ভায়াডাক্ট বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে নির্মাণ সম্পন্ন হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড আরও জানায়, আগামী জানুয়ারি মাসের মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভায়াডাক্ট নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

মেট্রোরেলের নির্মাণকাজে সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কোম্পানি।

উত্তরা থেকে মিরপুর-আগারগাঁও-ফার্মগেট-শাহবাগ হয়ে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম উড়াল মেট্রোরেলের নির্মাণকাজ চলমান রয়েছে। এরইমধ্যে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।