সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় তিন মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের ঘটনায় করা মামলার ১২ দিনপর সাব্বির (২১) নামে এক জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ এর সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত জানায় র্যাব-৪।
এর আগে বুধবার (২২ ডিসেম্বর) রাতে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থেকে ওই যুবককে আটক করা হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত ১১ নভেম্বর আশুলিয়া থানার বাইপাইল শান্তিনগর এলাকায় তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারী ধর্ষণের শিকার হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। এ ঘটনার পর পরই এজাহারনামীয় ১ নম্বর আসামি সাব্বির এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে চলে যান। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলে পুলিশের পাশাপাশি ওই মামলাটির ছায়া তদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি গোয়েন্দা দল আসামিদের আটকে ছায়া তদন্ত শুরু করে।
আরও জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের জামালদি বাজারের সামনে থেকে সাব্বিরকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি নিজের দোষ স্বীকার করেছেন। এ ব্যাপারে তার নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
** লামায় সন্তানদের তালাবদ্ধ করে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে গণধর্ষণ
** কক্সবাজারে পর্যটক গৃহবধূ ধর্ষণ: হোটেল ম্যানেজার আটক
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এসআরএস