ঢাকা: বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য যুক্তরাষ্ট্র যে অনুদান দিয়ে থাকে, সেটা অব্যাহত রাখতে এখন থেকে চুক্তি করতে হবে।
এছাড়া এর আগে নিরাপত্তা বাহিনীকে দেওয়া অনুদান কোথায়-কীভাবে ব্যয় হয়েছে, তাও জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনীকে অনুদান দিয়ে থাকে। সে অনুযায়ী বাংলাদেশও এই অনুদান পেয়ে আসছিল। এখন থেকে অনুদানের সব ধরনের তথ্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। একইসঙ্গে চুক্তিও করতে হবে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে ১ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে গত ১৫ ডিসেম্বরের মধ্যে চুক্তির অনুরোধ করেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও ১৫ দিন সময় চেয়েছে। সে অনুযায়ী ৩০ ডিসেম্বরের মধ্যে চুক্তি করতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এখন বিষয়টি নিয়ে কাজ করছে।
প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়। সে প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অনুদানের বিষয়টি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
টিআর/এনএসআর