ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ৯ মোটরসাইকেল চালককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
ফরিদপুরে ৯ মোটরসাইকেল চালককে জরিমানা

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৯ মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌরসভার চৌরাস্তায় বৃহস্পতিবার ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে পাঁচ অভিযুক্তকে জরিমানা করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আলোকে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল করিম। অভিযুক্তদেরকে পাঁচটি মামলায় মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর একটি ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে ইউএনও মো. রেজাউল করিম বাংলানিউজকে বলেন, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদবিহীন মোটরযান চালনা করায় পাঁচ অভিযুক্তকে তেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, এর আগে গত বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে একই স্থানে একই অপরাধে আরও চার মোটরসাইকেল চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।