ঢাকা: ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমডি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
উদ্ধার কার্যক্রম পরিদর্শনে ঘটনাস্থলে যাচ্ছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমডি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন থেকে আগুনে ৩৭ জনের নির্মম মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে র্যাব।
উদ্ধার কার্যক্রম পরিদর্শনে ঘটনাস্থলে যাচ্ছেন র্যাবের মহাপরিচালক ও র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এদিকে র্যাবের উদ্ধার কার্যক্রম পরিচালনায় ঢাকা থেকে র্যাবের হেলিকপ্টার ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে। হেলিকপ্টার ব্যবহারে দগ্ধ রোগীদের হাসপাতালে পাঠানোসহ নদীতে সম্ভাব্য নিখোঁজদের তল্লাশি কাজে ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
পিএম/আরবি