বরগুনা: এমভি অভিযান-১০ নামে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৪১ জনের মধ্যে ৩০ জনের জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বরগুনা সার্কিট হাউস সংলগ্ন ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও তিনজনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। ওই তিনজনের কফিন স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। নতুন শনাক্ত তিনজনের মধ্যে দু’টি শিশু ও একজন নারী রয়েছেন। শনাক্ত শিশু মায়িদার (১৫) বাড়ি পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নে। এছাড়া অপর শিশু তাবাসসুম পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের। এছাড়া শনাক্ত নারীর নাম মনোয়ারার বাড়ি চাঁদপুরে। তিনি বরগুনার ঢলুয়ায় জামাতার বাড়িতে বেড়ানোর জন্য আসতেছিলেন।
শনিবার সকাল থেকে বরগুনা জেনারেল হাসপাতালে স্বজনরা ভিড় করেন। পরে ১০টায় মরদেহ জেনারেল হাসপাতালের মর্গ থেকে সার্কিট হাউজ মাঠে নিয়ে যাওয়া হয়। ১১টার সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শনাক্ত তিনটি মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয় জেলা প্রশাসন। পরে বাকি ২৭টি মরদেহ গণদাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, শনাক্ত না হওয়া ২৭টি মরদেহ সদর উপজেলার পোটকাখালী এলাকার গণকবরে দাফন করা হবে। এসব মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। পরবর্তীকালে শনাক্ত হলে কবর বুঝিয়ে দেওয়া হবে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ৪১ জনের প্রাণহানি ঘটে। আহত হন শতাধিক। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নিহত ৪১ জনের ৩৭ জনই বরগুনার বাসিন্দা।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এসআরএস