ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোববার শুরু বাস রুট রেশনালাইজেশন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
রোববার শুরু বাস রুট রেশনালাইজেশন 

ঢাকা: পরীক্ষামূলকভাবে 'ঘাটারচর-গুলিস্তান-মতিঝিল হয়ে সাইনবোর্ড-কাঁচপুর ব্রিজ' পর্যন্ত রুটে শুরু হতে যাওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে সম্পৃক্ত চালক কাউন্টার ম্যানদেরকে প্রশিক্ষণ দিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)

২৬ ডিসেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের ডিটিসিএ এর সভাকক্ষে দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করা হয়

ডিটিসিএ' নির্বাহী পরিচালক নীলিমা রহমান এই ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন করেন   

বাস চালক কাউন্টার ম্যান মিলিয়ে প্রশিক্ষণে মোট ৭০ জন অংশগ্রহণ করে মোট ৪টি সেশনে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম, গণপরিবহন ব্যবস্থাপনা দুর্ঘটনা রোধে করণীয়, ট্রাফিক সাইন, সিগন্যাল মার্কিং পরিচিতি এবং সড়ক পরিবহন সংক্রান্ত আইন, নীতিমালা বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়

 

এছাড়াও ২২ জন কাউন্টারম্যানকে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে বিআরটিসি' পক্ষ থেকে

কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের রুটে ২৬ ডিসেম্বর পরীক্ষামূলকভাবেবাস রুট রেশনালাইজেশনকার্যক্রম চালু হবে

আরও জানানো হয়, বিআরটিসির ৩০টি দ্বিতল বাসের মাধ্যমে রুটে কার্যক্রম শুরু হবে যারা প্রাইভেট বাস চালাতে চান, তাদের সুযোগ রয়েছে

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১

আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।