ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনায় তদন্ত কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনায় তদন্ত কমিটি

বরগুনা: নৌপরিবহন মন্ত্রণালয়ের ৪ সদস্যের তদন্ত কমিটি বরগুনায়। ইঞ্জিনে ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে তদন্ত কমিটি।

রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে বরগুনার সার্কিট হাউস মিলনায়তনে এমভি অভিযান লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে এসে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তদন্ত দলের প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তোফায়েল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে তদন্তে আমরা ইঞ্জিনে কিছু ত্রুটি পেয়েছি। এছাড়া কাগজে কলমে লঞ্চটি যে মাস্টারের চালানোর কথা ছিল তিনি চালাচ্ছিলেন না বলেও জানা গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তদন্ত দল জানতে পেরেছে আগুন লাগার সময় লঞ্চটির প্রধান দরজা বন্ধ ছিল। তাই যে যেভাবে পেরেছে জানালা দিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। এখনো তদন্ত চলমান তাই এর বেশি কিছু বলা সম্ভব নয়। আমরা তদন্তের নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত সম্পন্ন করে তদন্ত প্রতিবেদন দিতে পারবো বলে আশা করছি।

এসময় উপস্থিত ছিলেন- নৌপুলিশের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, বিআইডব্লিউটিএ এর অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলাম, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।