ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষামন্ত্রীর পিএস হলেন সাজ্জাদ হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
শিক্ষামন্ত্রীর পিএস হলেন সাজ্জাদ হোসেন

ঢাকা: পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) আবু আলী মো. সাজ্জাদ হোসেনকে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস) নিয়োগ দিয়েছে সরকার।  

উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে পিএস নিয়োগ দিয়ে বুধবার (৫ জানুয়ারি) আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা আবু অালী মো. সাজ্জাদ হোসেনকে একান্ত সচিব (পিএস) পদে বহাল রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

শিক্ষামন্ত্রীর পিএস আব্দুল আলীম খানসহ ২১৩ কর্মকর্তাকে গত বছরের ২৯ অক্টোবর পদোন্নতি দেওয়া হয়। পরে তাকে পদায়ন করা হয়।

বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এমআইএইচ/আরআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।