বরিশাল: বরিশাল নগরে মাদক উদ্ধার অভিযানের সময় ডিবি পুলিশের সদস্যদের ওপর হামলার খবর পাওয়া গেছে।
বুধবার (০৫ জানুয়ারি) রাত ১০টার দিকে নগরের রুপাতলী মান্নান খান সড়কে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রুপাতলি মান্নান খান সড়কে ইয়াবার বেচাকেনা চলছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম।
এসময় সাব ইন্সপেক্টর খায়রুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। তখন মাদক কারবারিরা ডিবি পুলিশের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কনেস্টবল হানিফ ও আনোয়ার আহত হয়। আহতরা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।
আটকদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ হলেও তাদের নাম পরে প্রকাশ করা হবে বলে জানায় ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) মো. ফারুক হোসেন সাংবাদিকদের জানান, মাদকের বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা আমাদের সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকারীদের আটকে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এমএস/আরএ