ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতের অভিনন্দন

ঢাকা: নিউজিল্যান্ডের মাঠে টেস্ট ক্রিকেটে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে ভারত। বুধবার ( ৫ জানুয়ারি) ঢাকার ভারতীয় হাইকিমশন এক বার্তায় এই অভিনন্দন জানায়।

ভারতীয় হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, 'ঐতিহাসিক জয়! বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ডে প্রথম জয় পেল বাংলাদেশ। ঢাকার ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দল ও ক্রিকেট ভক্তদের অভিন্দন।

এদিকে বাংলাদেশের ক্রিকেট দলের বিজয়ে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যাল টিমও অভিনন্দন জানিয়েছে।

রাজস্থান রয়্যালের প্রধান নির্বাহী জেক লুশ ম্যাকক্রাম এক বার্তায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীরও প্রশংসা করেন। টুইটারে তিনি বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী
ভারত ও বাংলাদেশের সংযোগে তার ভূমিকার জন্য প্রশংসা করি । দোরাস্বামীর মতো যোগ্য লোকদেরকেও অভিনন্দন, যারা ভারত ও বাংলাদেশ উভয় দেশকেই , ক্রিকেটে হোক বা অন্যভাবে হোক সংযোগে কাজ করে চলেছেন।

মঙ্গলবার নিউজিল্যান্ডের মাঠে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো বিজয়ী হয় বাংলাদেশ।


বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
টি আর/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।