নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনায় ধাক্কা দেওয়া ‘এমভি ফারহান-৬’ নামে লঞ্চটিসহ চারজনকে আটক করেছে নৌ-পুলিশ।
বুধবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার কালিগঞ্জ এলাকায় লঞ্চটির নিজস্ব ডকইয়ার্ড থেকে আটক করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজরা হলেন- কিশোরগঞ্জের ইদ্রিস আলীর ছেলে আব্দুল্লাহ, রেকমত আলীর ছেলে মুতালিব (৪২), চর বক্তাবলী এলাকার রাজুর ছেলে ছাব্বির (১৮), মধ্য চরের সোহেলের স্ত্রী জেসমিন আক্তার (৩৬), বিল্লাল হোসেন, সোহেলের ছেলে তামিম, মেয়ে তাসফিয়া (২), আব্দুল্লাহ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এস আই) মাসুদ বলেন, সকাল ৮ টায় আনুমানিক ৫০ জন যাত্রী নিয়ে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে বক্তাবলী খেয়াঘাটে আসছিল। ঘন কুয়াশা থাকায় আশে পাশে ভালোভাবে দেখা যাচ্ছিল না। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চ ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। সাঁতরে অনেকে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছে ৮ থেকে ১০ জন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় ১০ জন নিখোঁজ রয়েছেন, আমরা ৯ জন নিখোঁজের তালিকা পেয়েছি। উদ্ধার কাজ চলছে।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য বলেন, ‘লঞ্চের ড্রাইভার, মাস্টারসহ ৪জনকে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। ’
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এসআইএস