ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বৈদ্যুতিক গাড়ি আনতেও এমপিরা পাবেন শুল্কমুক্ত সুবিধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
বৈদ্যুতিক গাড়ি আনতেও এমপিরা পাবেন শুল্কমুক্ত সুবিধা সংগৃহীত ছবি

ঢাকা: অন্যান্য গাড়ির মতোই এখন থেকে শুল্কমুক্ত সুবিধায় বৈদ্যুতিক গাড়ি আমদানি করতে পারবেন জাতীয় সংসদের সদস্যরা।

বুধবার (০৫ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করার পর, দফা (২) এ বর্ণিত শর্তসাপেক্ষে, শুল্কমুক্তভাবে অনধিক ১৬৫০ সিসি পেট্রোল বা গ্যাসোলিন জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি মোটরকার অথবা অনধিক ১৮০০ সিসি ডিজেল জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি মোটরকার অথবা অনধিক ২০০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি হাইব্রিড মোটরকার অথবা অনধিক ২০০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি মাইক্রোবাস অথবা অনধিক ২০০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি হাইব্রিড মাইক্রোবাস অথবা অনধিক ৩০০০ সিসি পেট্রোল বা গ্যাসোলিন জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি জিপ অথবা অনধিক ৩০০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি হাইব্রিড জিপ অথবা অনধিক ৪৫০০ সিসি ডিজেল জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি জিপ অথবা অনধিক ৪৫০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি হাইব্রিড জিপ অথবা ইলেকট্রিক মোটরচালিত একটি মোটরযান আমদানি করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।