ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নৌকার বিজয় মিছিলে গুলি, আহত ১০

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
নৌকার বিজয় মিছিলে গুলি, আহত ১০ প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরায় নৌকার বিজয় মিছিলে গুলি চালানোর অভিযোগ ওঠেছে পরাজিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হন ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এতে গুলিবিদ্ধ হয়েছেন রাসেল নামের আওয়ামী লীগের এক কর্মী। গুলিবিদ্ধ রাসেলের বাড়ি খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে।

নবনির্বাচিত আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, বুধবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। আজ (বৃহস্পতিবার) সকাল দশটার দিকে সমর্থকদের নিয়ে তিনি স্থানীয় তুয়ারডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গদাইপুর ব্রিজ এলাকায় পৌঁছালে পরাজিত প্রার্থী অহিদুল ইসলামের লোকজন হামলা চালায়। গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হন রাসেল। এ সময় আহত হন আরও ১০ জন।

আশাশুনি থানার ইন্সপেক্টর গোলাম কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে পুলিশ উভয় পক্ষের মাঝখানে অবস্থান নিয়েছে। দু’পক্ষের মধ্যে ব্যাপক সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

গুলিবিদ্ধ রাসেলকে সাতক্ষীরার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।