ঢাকা: রাজধানীর মহাখালী ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোলরুম থেকে এ তথ্য নিশ্চিত করেন ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি জানান, মহাখালী ফ্লাইওভারের ওপরে একটি প্রাইভেটকারে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো কিছুই জানা যায়নি।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফ্লাইওভারের ওপর একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সময় একদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এজেডএস/এমজেএফ