সাভার (ঢাকা): হঠাৎ করেই সাভারের আবহাওয়ায় পরিবর্তন। সন্ধ্যা ঘনিয়ে রাত নামতেই হঠাৎ বৃষ্টি ও হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়েছে শিল্পাঞ্চলের মানুষ।
এই বৃষ্টি ভেজা শীতের রাতে জড়োসড়ো হয়ে কর্মস্থল থেকে বাসায় ফিরছেন পোশাক শ্রমিকরা।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হালকা হিম বাতাসের সঙ্গে বৃষ্টি পড়তে শুরু করে। ধীরে ধীরে বৃষ্টি ও বাতাসের জোর বাড়তে থাকে। প্রায় ২৫ মিনিট শেষে বন্ধ হয় বৃষ্টি। এর পরে বাড়তে শুরু করে শীতের তীব্রতা।
রাতের এই বৃষ্টিতে স্বাভাবিক জনজীবনে কিছুটা প্রভাব ফেলেছে। রাস্তার পাশে ফুটপাতের বাজারসহ দোকানগুলো বন্ধ করে দোকানিদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া সড়কে চলাচলরত যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এসএফ/আরএ