ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাখরাবাদ গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
বাখরাবাদ গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ ফাইল ছবি

ফেনী: ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাজারী রোডের মাথায় বাখরাবাদের গ্যাস লাইনে লিকেজ হওয়ায় জেলায় গ্যাস সরবরাহ আপাতত বন্ধ রয়েছে। বিকেল নাগাদ লাইন আবার সচল হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে শহরের হাজারী রোডের মাথায় ড্রেনের মধ্যে গ্যাসের সার্ভিস লাইনে আগুন জ্বলতে দেখেন পথচারীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।

জেলার বাখরাবাদ অফিসের ম্যানেজার বাপ্পি শাহরিয়ার জানান, গ্যাসের সার্ভিস লাইনে লিকেজের খবর পেয়ে তাৎক্ষণিকভবে গ্যাস সরবারাহ বন্ধ করে দেওযা হয়েছে।

তিনি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। আমাদের টিম গ্যাস লাইন মেরামতের জন্য কাজ করছে। কাজ শেষ করতে কিছু সময় লাগতে পারে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২ 
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।