ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘শীতে কম্বলডা পাইয়া খুব উপকার হইছে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
‘শীতে কম্বলডা পাইয়া খুব উপকার হইছে’

নেত্রকোনা: শীতের মধ্যে বেশি কষ্ট অইতাছিন। শীতে কম্বলডা পাইয়া খুব উপকার হইছে।

এই শীতের রাইতে অহন আরামে ঘুমাইতারবাম।

সোমবার (১৭ জানুয়ারি) বসুন্ধরা গ্রুপের সহায়তায় কম্বল পেয়ে এমন অনুভুতি ব্যক্ত করেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী গ্রামের হেলেনা আক্তার। শুভসংঘের আয়োজনে তার মতো ২০০ শীতার্ত পেয়েছেন কম্বল।

এদিন সকালে উপজেলার মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ও বিকেলে পূর্বধলা প্রেস ক্লাব চত্বরে কম্বল বিতরণ করা হয়।

সকালে মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সাঈদ, সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, মো. ইয়াহীয়া, সুকান্ত সরকার, মো. তৌফিকুল ইসলাম, মেহেরুননেছা, পারভীন আক্তার, মাজেদা আক্তার খাতুন প্রমুখ।

বিকেলে পূর্বধলা প্রেসক্লাব চত্বরে কম্বল বিতরণী অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূর্বধলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুল আলম শাহীন, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল, পূর্বধলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সদস্য মো. মুস্তাক আহমেদ, আল মনুসর, ছাত্রনেতা আকাশ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।