ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে ২শ’ শীতার্তের মধ্যে শুভসংঘের কম্বল বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
নবীগঞ্জে ২শ’ শীতার্তের মধ্যে শুভসংঘের কম্বল বিতরণ নবীগঞ্জে শুভসংঘের কম্বল বিতরণ

হবিগঞ্জ: বসুন্ধরা গ্রুপের সংযোগিতায় এবং কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২০০ শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমাবার (১৭ জানুয়ারি) বিকেলে এ কম্বল বিতরণ করা হয়।

ইউপি চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে কালের কণ্ঠ নবীগঞ্জ প্রতিনিধি মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল, কালের কণ্ঠ শুভসংঘর প্রধান উপদেষ্টা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. সুলতান মাহমুদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, নবীগঞ্জ শুভসংঘের সভাপতি ডা. আব্দুল আলীম ই্য়াছিনী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জোনাক, ইউপি সদস্য শফি মিয়া, মুক্তাদির মিয়া, নুরুল আমিন ভূট্টো, জগৎ সিংহ, সাংবাদিক সাগর মিয়া, হাসান চৌধুরী, নিরব তালুকদার, সাবেক ইউপি সদস্য আব্দুর নূর, মহিবুর রহমান, যুবলীগ নেতা সাইফুল চৌধুরী, আবু তাহের।

কম্বল নিতে আসা পুরানগাঁও গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার স্ত্রী আশিয়া খাতুন (৬০) বলেন, অনেক ধরে এই শীতে কষ্ট পাইতেছি, কেউ একটা কম্বল দিল না। আজ আপনারা একটা কম্বল দিলেন। সবাইরে লইয়া শীতটা কোনো রকম কাডাইতে পারমু।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।