ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও এক‌ জেব্রার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও এক‌ জেব্রার মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি জেব্রার মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে জেব্রাটি মারা যায়।

এ নিয়ে এক মাসে সাফারি পার্কে ১০টি জেব্রার মৃত্যু হলো। এই মৃত্যু প্রতিরোধ করতে না পারলে আগামী দুই মাসের মধ্যেই জেব্রাশূন্য হয়ে পড়বে সাফারি পার্ক।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বাংলানিউজকে বলেন, শনিবার সকালে দুইটি জেব্রা পার্কের ভেতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে চিকিৎসারত অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে একটি জেব্রা মারা যায়। আরেকটি জেব্রা মৃত্যুশয্যায় রয়েছে। বিশেষজ্ঞ দল তাকে নিরীক্ষা করছে বলে জানান পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

প্রসঙ্গত, চলতি বছরের ২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সাফারি পার্কে নয়টি জেব্রা মারা যায়।

কেন জেব্রাগুলোর মৃত্যু হচ্ছে তা তদন্ত করে দেখছে বিশেষজ্ঞ দল।

আরও পড়ুন: বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও ২ জেব্রা অসুস্থ

বাংলাদেশ সময়: ১৮১৫, জানুয়ারি ২৯, ২০২২
আরএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ