ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিরামপুরে বিআরটিসি বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
বিরামপুরে বিআরটিসি বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে বিআরটিসি বাসের ধাক্কায় আব্দুল আজিজ (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।

শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল আজিজ উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল (কঞ্চিগাড়ী) গ্রামে থাকতেন।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী বিআরটিসির যাত্রীবাহী বাস উপজেলার বিজুল বাজারে পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে আব্দুল আজিজকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বিরামপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ