লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ একটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটাতে থাকা দুটি টিনের তৈরি চিমনি (বাংলা চিমনি) ভেঙে দেওয়া হয়।
রোববার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার চররমিজ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের "মেসার্স আনোয়ারা ব্রিকস" এ অভিযান চালায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী।
তিনি বাংলানিউজকে বলেন, ভাটা পরিচালনার জন্য কোনো ধরনের লাইসেন্স ছিল না। তাই অভিযান চালিয়ে ভাটাতে থাকা চিমনি দুটি নামিয়ে ফেলা হয় এবং ফায়ার সার্ভিস কর্মীরা পানি ছিটিয়ে চুলোর আগুন নিভিয়ে দেয়। এছাড়া ইটভাটা মালিকের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
আরএ