পাথরঘাটা (বরগুনা): নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীর নিশানবাড়িয়া এলাকা থেকে এফবি নিশাত নামে একটি ফিশিং ট্রলার থেকে ১৪ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। জব্দ করা হয়েছে ২০০ কেজি জাটকা ও ৫০ হাজার মিটার অবৈধ জালসহ ট্রলারটিও।
রোববার (৩০ জানুয়ারি) সকালের দিকে অভিযানে এসব জব্দসহ তাদের আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ইউসুফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১৪ জন জেলেকে ২৮ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ট্রলারসহ তাদের ছেড়ে দেওয়া হয়। আর জব্দ জাটকাগুলো পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে।
পাথরঘাটার ইউএনও হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এসআরএস