কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণের ১৭ দিন পর দগ্ধ এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
কিশোর সাব্বির হোসেন (১২) উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মালিপাড়া গ্রামের সালাউদ্দিন আহমেদের ছেলে।
শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাব্বিরের চিকিৎসাধীন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার বাবা সালাউদ্দিন আহমেদ। সাব্বির স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
সালাউদ্দিন জানান, ভয়াবহ ওই বিস্ফোরণে সাব্বিরের শরীরের ৪৬ শতাংশ পুড়ে যায়। গত ২৪ জানুয়ারি থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গত ১৩ জানুয়ারি বিকেলে উপজেলার মৌকরা ইউনিয়নের বিরুলিয়া গ্রামে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪১ জন আহত হন। আহতদের বেশিরভাগই শিশু। বিস্ফোরণে পর সিলিন্ডারটি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে মানুষের শরীরে প্রবেশ করেছে। আহতদের অনেকের শরীরে এক হাজারের বেশি স্প্লিন্টার প্রবেশ করেছে।
তিনি আরও বলেন, ঘটনার দিন সাব্বির সেখানে বেলুনে গ্যাস ভরা দেখতে গিয়েছিল। এরই মধ্যে ভয়াবহ বিস্ফোরণে ছেলেটার জীবনই চলে গেল। গত ১৭ দিন ছেলেটা যেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এনটি