ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩৬ হাজার শিক্ষক নিয়োগপত্র পাচ্ছেন সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
৩৬ হাজার শিক্ষক নিয়োগপত্র পাচ্ছেন সোমবার শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা: সংকট দূর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ২ হাজার ৬৫ জন এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে ৩৪ হাজার ৭৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকের মধ্যে নিয়োগপত্র দেবেন।

রোববার (৩০ জানুয়ারি) শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক সংকট দূর করতে প্রক্রিয়া শেষে এসব নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।