ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রকৌশলী ও ডাক্তারদের নিয়ে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজমের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বুয়েট শিক্ষক সমিতি।
২৯ জানুয়ারি সন্ধ্যায় বুয়েট শিক্ষক সমিতির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশের অবকাঠামো উন্নয়নে প্রকৌশলীদের বিশেষ করে বুয়েটের গ্র্যাজুয়েটদের ভূমিকা অনস্বীকার্য। বুয়েটের প্রকৌশলীরা শুধু দেশেই নয়, দেশের বাইরেও অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে তাদের পেশাদারী দায়িত্ব পালন করে আসছেন। বুয়েটের স্নাতক গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনকে তার সততার জন্য দুর্নীতিবাজদের হাতে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে। মির্জা আজম এমপি-র এমন ঢালাও মন্তব্য দেশের প্রকৌশলীদের সততা, দক্ষতা ও পেশাদারীত্বের সঙ্গে দায়িত্ব পালনে নিরুৎসাহিত করবে এবং প্রকৃত দুর্নীতিবাজদের কার্যত আড়াল করবে বলে আমাদের আশঙ্কা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকে মির্জা আজম এমপি-কে অনতিবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার এবং বাংলাদেশের প্রকৌশলী ও ডাক্তারদের কাছে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এসকেবি/এসআইএস