ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে একদিনে করোনা শনাক্ত ২২৯, মৃত্যু ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
নারায়ণগঞ্জে একদিনে করোনা শনাক্ত ২২৯, মৃত্যু ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় আরও ২২৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ১২।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান।

গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ১ হাজার ১৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৫০ জন, আড়াইহাজারে ৩৯ জন, বন্দরে ৫, রূপগঞ্জে ৭১, সদরে ৪৩ এবং সোনারগাঁয়ে ২১ জন করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ২৩ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩২৯ জন।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।