ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তাহিরপুরে ট্রাক্টর চাপায় প্রাণ গেল শিশুর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
তাহিরপুরে ট্রাক্টর চাপায় প্রাণ গেল শিশুর  প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বলদার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে নিয়োজিত ট্রাক্টরের চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে বাদাঘাট ইউনিয়নের দক্ষিণ ধরুন গ্রামে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শিশু বাধাঘাট ইউনিয়নের ধরুন গ্রামের আবুল কালামের ছেলে রাহাত মিয়া (৭)।  

নিহত শিশুর চাচা জাকির হোসাইন বাংলানিউজকে জানান, দুপুর ২টার দিকে বাড়ির সামনে আমার ভাতিজা খেলতে যায়। এ সময় বাঁধ নির্মাণ কাজে নিয়োজিত মাটি বহনকারী ট্রাক ভাতিজাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বাংলানিউজকে জানান, শিশু নিহতের ঘটনা শুনেছি। আমি খোঁজ নিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।