ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে: বর ও কনের বাবার অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
বাল্যবিয়ে: বর ও কনের বাবার অর্থদণ্ড

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে অপ্রাপ্তবয়স্ক স্কুল ছাত্রীর বিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  
রোববার রাত ৯টার দিকে উপজেলার সাতুরিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন এ দণ্ড দিয়েছেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সাতুরিয়া এলাকার মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে ও কনের বাবা মো.ইদ্দীস হাওলাদার (৪৫), পার্শ্ববর্তী পিরোজপুর জেলা সদরের কালিঘাটি এলাকার মৃত আব্দুল খালেক মহাজনের ছেলে মো. নাসির মহাজন (৩২)।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।