নীলফামারী: নীলফামারীতে সেবাদানকারী সরকারি সাতটি প্রতিষ্ঠানের অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে গণশুনানি হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই গণশুনানি চলে।
এতে অংশগ্রহণ করেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল প্রামাণিক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকার, জেলা রেজিস্ট্রার শাকোয়াত হোসেন, বিআরটিএ সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মফিজুর রহমান, আঞ্চলিক পাসপোর্ট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদার রহমান, নেসকোর নির্বাহী প্রকৌশলী নওশাদ আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সদস্য শীষ রহমান ও ফারহানা ইয়াসমিন ইমু।
ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম ও জেলা প্রশাসনের আয়োজনে নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তারা সুধীজন ও সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।
ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে গণশুনানির উদ্বোধনী বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. খন্দকার ইয়াসির আরেফিন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, ডিডিএলজি মো. আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল আলম।
নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিনুল হক ববি, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান ছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
আরএ