ঢাকা: রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কানিজ ফাতেমা (৫০) নামে এক রিকশা আরোহী মারা গেছেন। নিহত নারী কারিগরি শিক্ষা বোর্ডে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১ ফ্রেরুয়ারি) রাত পৌনে ৯টার দিকে রোকেয়া সরণিতে গ্রিন ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গ্রিন ইউনিভার্সিটির সামনে মিরপুর সুপার লিংক নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ওই নারী রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, মৃত নারীর নাম কানিজ ফাতেমা, তিনি কারিগরি শিক্ষা বোর্ডে চাকরি করতেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
জানা যায়, কানিজ ফাতেমা বীর মুক্তিযোদ্ধা মৃত নাসির আলম খান।
এদিকে এই ঘটনার পরপরই স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই বাসটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যান বলে জানিয়েছেন ওসি।
বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এজেডএস/এমজেএফ