ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেয়র আতিক সপরিবারে করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
মেয়র আতিক সপরিবারে করোনায় আক্রান্ত ফাইল ফটো

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম আবারও সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে করোনা পরীক্ষা করালে তাদের ফল পজিটিভ আসে।

ডিএনসিসির জনসংযোগ শাখা থেকে মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়।  

জনসংযোগ শাখা জানায়, মেয়র আতিক, তার স্ত্রী, মেয়ে ও গৃহকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে চিকিৎসকের পরামর্শে প্রয়োজন হলে তিনি হাসপাতালে ভর্তি হবেন।

মেয়র আতিকুল ইসলাম নিজের ও পরিবারের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এর আগে ২০২০ সালেও একবার মেয়র মো. আতিকুল ইসলাম সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।