রাবি: ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদ হাবিব হিমেল নিহতের ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।
চালকের নাম মো. টিটু (৩৫)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে।
ওসি এসএম মাসুদ পারভেজ বাংলানিউজকে বলেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। তখন থেকে তার অবস্থানের বিষয়ে অনুসন্ধান চলছিল। আজ দুপুরে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদ হাবিব হিমেল ট্রাকচাপায় নিহত হন। তিনি শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক ছিলেন।
এ সময় সিরামিক ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান প্রামাণিক আহত হন। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
জেএইচটি