পিরোজপুর: সাড়ে ৮ হাজার পিস ইয়াবা ও নগদ ২ লাখ টাকাসহ পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন এলাকা থেকে একই পরিবারের তিন জনকে আটক করা হয়েছে।
বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে ওই ইউনিয়নের মধ্যম শিয়ালকাঠী গ্রামে নিজ বাড়ি থেকে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপুর।
আটকরা হলেন ওই গ্রামের মো. খলিলুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (৪৫), মেয়ে ইকতার জাহান তিশা (২২) ও ছেলে মেহেদী হাসান মুন্না (১৯)।
ওই অধিদপ্তরের পরিদর্শক মো. বদরুল হাসান এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।
এ সময় তিনি জানান, শিয়ালকাঠী গ্রামের ওই বাড়িতে মাদক বেচা-কেনা হচ্ছে— এমন গোপন খবরে বুধবার সকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে বসতঘর থেকে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা জব্দসহ ওই তিন জনকে আটক করা হয়। এ সময় সেখানে থাকা সাইফুল ইসলাম পায়েল নামে অন্য একজন দৌঁড়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। আটকদের কাছ থেকে ২ লাখ সাড়ে ৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। আটক তিন জনের নামে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এসআরএস