ফরিদপুর: সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে ফরিদপুরের নগরকান্দায় ফসলি জমির মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটায়।
ইট তৈরির প্রধান কাঁচামাল মাটি।
নগরকান্দা উপজেলার মহিলারোড-বিলনালিয়া সড়কের তালমা ইউনিয়নের কোনাগ্রামের খালপাড়ের ব্রিজ সংলগ্ন একটি ফসলি জমি থেকে মাটি কেটে তা নেওয়া হচ্ছে ইটভাটায়। জমির মালিক তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের মোসলেম মোল্যা (৬৫)।
জমির মালিক মোসলেম মোল্যা বাংলানিউজকে বলেন, ফসলি জমির মাটির ভালো দাম পাওয়ায় তা বিক্রি করে দিয়েছি। জমির ফসলে তেমন লাভ না হওয়ায়, মাটি বিক্রি করে পুকুর খনন করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম কুমার ভৌমিক বাংলানিউজকে বলেন, কৃষি জমি কেটে মাটি বিক্রি করার ফলে, ফসলি জমি কমে যাচ্ছে। এ ধরনের কাজ চলতে থাকা, খুবই দুঃখজনক।
সহকারী কমিশনার (ভূমি) এনএম আবদুল্লাহ আল-মামুন বাংলানিউজকে বলেন, ফসলি জমির মাটি বিক্রি করে কৃষি জমির ক্ষতি করা হলে, এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এসআরএস