সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ইটভাটায় মাটির ব্যবহারের জন্য অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৫ ব্যক্তিতে ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মাটি কাটায় ব্যবহৃত ৪টি ভেকু জব্দ করা হয়েছে।
বুধবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে ধামরাই উপজেলার সুতিপাড়া, বেলিস্বর, জলশা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।
তিনি জানান, ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে ইটভাটায় ব্যবহারের উদ্দেশ্যে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে। আগামীতে কৃষি জমি রক্ষায় ধামরাই উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরাও ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এসএফ/কেএআর