ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এমপির নাম ভাঙিয়ে হজে নেওয়ার কথা বলে প্রতারণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
এমপির নাম ভাঙিয়ে হজে নেওয়ার কথা বলে প্রতারণা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের নাম ভাঙিয়ে প্রতারণা করছে একটি চক্র।  

সরকারিভাবে হজে নেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে নগদ অর্থ দাবি করছে চক্রটি।

বিষয়টি এমপি নয়নের নজরে এলে তিনি বিষয়টি প্রতারণা হিসেবে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।  

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) নিজের ব্যবহৃত ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি।

এতে তিনি উল্লেখ করেন, ০১৯৭৫২৭৯৩৩৮ এবং ০১৯৪৩০৪৫৭১০ নম্বর থেকে তার নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তিদের ফোন দিয়ে সরকারিভাবে হজে নেওয়া হবে বলে নগদ অর্থ চাচ্ছে কিছু প্রতারক দল। এ ধরনের প্রতারকদের  থেকে সাবধান থাকবেন। এমন ফোন পেলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।