ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেপরোয়া গতির ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যানচালকের

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
বেপরোয়া গতির ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যানচালকের

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার চালনাই ব্রিজের ঢালে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন শাহ আলম (৩৫) নামে এক ভ্যানচালক।  

শুক্রবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শাহ আলম দোহার উপজেলার নারায়ণপুর এলাকার চান্দা হাওলাদারের ছেলে।  

প্রতক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে দোহার উপজেলা থেকে আসবাবপত্র নিয়ে নবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন ভ্যানচালক শাহ আলম। পথে চালনাই ব্রিজের ঢালে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা মাটিভর্তি একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক শাহ আলমের মৃত্যু হয়।  

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর বাংলানিউজকে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।