নারায়ণগঞ্জ: দেশের প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত তাজমহলে শীতের আবহে হঠাৎ মেঘের ছায়া ও বৃষ্টির আগমনে পুরো তাজমহলের রূপে যেন অপরূপ ছোঁয়া লেগেছিল। উপস্থিত দর্শনার্থীরা দেখে মুগ্ধ হচ্ছিলেন সেই দৃশ্য।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁওয়ে বাংলার তাজমহলে একদিকে আকাশে মেঘের ছায়া অন্যদিকে বৃষ্টির ফোটায় যুক্ত হয়েছিল ভিন্ন আবহ।
দর্শনার্থী জয় জানান, পরিবার নিয়ে এখানে এসেছি ঘুরতে। সবকিছু স্বাভাবিক ছিল। দুপুরের দিকে হঠাৎ মেঘের ছায়া ঘিরে ফেলে পুরো তাজমহলকে। দূর থেকে দেখতে চমৎকার লাগছিল। এর মধ্যে নামে বৃষ্টি। একদিনে শীতের হিম শীতল বাতাস অন্যদিকে মেঘের ছায়ায় বৃষ্টির ফোঁটা অপরূপ লাগছিল।
অন্য দর্শনার্থী ফারিয়া হোসাইন ইয়া জানান, মাঝে মধ্যেই এখানে আসি তবে আজকের রূপে আমি মুগ্ধ।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২
এমআরপি/কেএআর